আমাদের কথা
নবগ্রাম উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় তিলে তিলে গড়ে তোলা প্রত্যন্ত অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি অত্র এলাকার প্রাণ।এই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ অনেক মেধাবী শিক্ষার্থী সরকারের অনেক উচ্চ পদে আসীন রয়েছেন।প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকদের প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক।করোনা-19 এর কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে প্রচুর।এই ঘাটতি কাটাতে যথেষ্ট প্রচেষ্টা চালানো হচ্ছে।
সংক্ষিপ্ত ইতিহাস
নবগ্রাম উচ্চ বিদ্যালয়টি ME স্কুল হিসেবে ১৯৪৩ সালে শুরু হয়।।১৯৬২ সালে নিম্ন মাধ্যমিক স্তর হিসেবে স্বিকৃতি প্রাপ্ত হয়।১৯৭১ সালে মাধ্যমিক স্তরে স্বীকৃতি প্রাপ্ত হয়।১৯৭৩ সালে অত্র প্রতিষ্ঠান থেকে প্রথম SSC পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
লক্ষ্য ও উদ্দেশ্য
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করার মাধ্যমে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে এই ধরণের নাগরিক গড়ে তোলাই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য জ্ঞান,দক্ষতা,মূল্যবোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন দূরদর্শী,সংবেদনশীল, অভিযোজেনে সক্ষম,মানবিক,বৈশ্বিক এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা অত্র প্রতিষ্ঠানের উদ্দেশ্য।অত্র এলাকার শিক্ষার হার এবংমান উভয়ই বাড়ানো প্রতিষ্ঠানটি গড়ার মূখ্য উদ্দেশ্য।